মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ
ঝিনাইদহের মহেশপুরে তালাকপ্রাপ্ত সৎ মায়ের নির্যাতনে গৃহবধূ জাহানারা খাতুনকে (৪৫) পিটিয়ে
আহত করে ঘর থেকে টাকা ও কানের দুল নিয়ে যাওয়া ঘটনা ঘটেছে। এদিকে প্রতিবেশীরা আহত অবস্থায়
গৃহবধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তী করেছে।
এ ঘটনাটি ঘটে রোববার দুপুরে মহেশপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামের ভালাইপুর
পাড়ায়।
এ ঘটনায় গৃহবধূ জাহানারা খাতুন সৎমা পারভীন,গোলাপী খাতুন ও কেয়াকে আসামী করে মহেশপুর
থানায় লিখিত অভিযোগ দায়ের করলের পুলিশ রয়েছে নিরব ভুমিকায়।
আহত গৃহবধূ জাহানারা খাতুন জানান, আমার শশুরের খাওয়া কে কেন্দ্র করে আমার দু সৎমা পারভীন,গোলাপী
খাতুন ও আমার দেবরের স্ত্রী কেয়া খাতুন আমাকে ধরে পিটিয়ে আহত করে। পরে তারা আমার ঘরে ঢুকে আমার
৬ হাজার টাকা ও আমার দু’জোরা কানের দুল নিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা আমাকে বাঁচাতে আসলে
তাদের পরও জড়াও হয় তারা।
আহত গৃহবধূ জাহানারা খাতুনের স্বামী মিলন মিয়া জানান, আমার আব্বা অনেক আগেই পারভীনার তালাক
দিয়েছে। কিন্তু সে আমাদের বাড়ীতে এসে আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে ঘরে থাকা টাকা ও কানের দুল
নিয়ে গেছে।
মহেশপুর থানার এ এস আই আব্দুস সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পারভীন ও গোলাপী খাতুনের
মুখ খুবই খারাপ। আমি পর পর দু’দিন গিয়েছি তার পরও তাদের বিরোধ থামানো যাচ্ছেনা।
প্রবণতা
- সাদাপাথরে ‘বিনা ভাড়ায় নৌকা’ দাবি নিয়ে মারধরের অভিযোগ: অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে মামলা
- বিএনপিতে হচ্ছেন তিন মহাসচিব ! তরুণ নেতাদের প্রাধান্য: বিএনপির নেতৃত্ব পুনর্গঠনে নতুন দিশা
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বর্তমানে ৪১টি দেশের নাগরিকদের ওপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে।
- কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে নিজ ঘরে গলায় ফাঁস নিলেন যুবক
- ইসলামই একমাত্র বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র উপহার দিতে পারে
- সিরাজদিখান শেখরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমজান ও যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- মহেশপুরে ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা ও প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত
- সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ধরনের ৬৮ বোতল ভারতীয় কিটনাশক উদ্ধার