মোঃ রেজাউল হক শাকিল,
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
“একতাই শক্তি একতাই বল, রুখে দাও মাদক বাঁচাও গ্রাম” এই প্রতিপাদ্য স্লোগানকে ধারন করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১৫ মার্চ) শনিবার বিকাল ৪টায় সদর ইউনিয়নের কল্পবাস ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের আয়োজনে কল্পবাস মাঠে এই মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন রুহুল আমিন। এতে মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও মিজানুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ইউপি সদস্য মোঃ ছিদ্দিকুর রহমান। সভায় শিরু মিয়া মেম্বার, আমজাদ হোসেন মেম্বার, কামাল হোসেন, আব্দুল হান্নান, মনিরুল আলম, হুমায়ুন কবির, এমদাদুল হক সবুজ, রবি উল্লাহ, এরশাদ মিয়া, আব্দুল মান্নান, আব্দুল কাদের, বাচ্চু মিয়া, রমিজ উদ্দিন, কাউছার আহাম্মেদ, হৃদয় হাছানসহ কল্পবাস গ্রামের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। এসময় মাদকবিরোধী কমিটি গঠন করা হয় এবং মাদকবিরোধী একাত্নতা ঘোষণা করা হয়।