এস কে রাসেল দৌলতপুর, (মানিকগঞ্জ) প্রতিনিধ
মানিকগঞ্জ দৌলতপুরে বিএনপির প্রয়াত মহাসচিব, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে ইসলামপুর গাফুরিয়া দারুচ্ছুন্না মাদ্রাসা ও এতিমখানায় গতকাল (১৪) শুক্রবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাঘুটিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি মো: জয়নাল আবেদীনের সভাপতিত্বে
প্রধানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু)।
প্রধান অতিথির বক্তব্যে ড. খোন্দকার আকবর হোসেন বলেন, ‘আমার পিতার আজীবন সংগ্রাম ছিল দেশ ও জনগণের জন্য। তিনি বিএনপির একজন আদর্শবান নেতা ছিলেন। তিনি দলের দুদিনেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমাদেরও তার আদর্শ অনুসরণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খন্দকার আব্দুল হামিদ ডাবলুর ছেলে রোমান খন্দকার, দৌলতপুর উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শফিউল আলম আলম বিল্টু, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি এনামুল হক, খলশী ইউনিয়ন বিএনপি নেতা ও মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের যুগ্মসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ ছাড়াও দৌলতপুর উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।