পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জেন্ডার বিষয়ক ওয়াশ পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক ওয়াশ-৪ পুর-২ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। নবলোক এর সহকারী পরিচালক প্রোগ্রাম এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াটার এইড বাংলাদেশ এর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ সুমন কুমার সাহা, জেন্ডার ইকুয়ালিটি এন্ড সোশ্যাল ইনক্লুশন এক্সপার্ট তুনাজ্জিনা হক। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, শিক্ষক ইমরুল ইসলাম, এ এস আই শাহনাজ পারভিন, শিক্ষক পাপিয়া সুলতানা, রত্নেশ্বর সরকার, নবলোকের ম্যানেজার প্রদীপ চন্দ্র কর্মকার, ওয়াটার এইড এর ওয়াশ সিস্টেম ফর হেলথ্ ম্যানেজার নাহিদ ইসলাম, নবলোকের কাজী ফারহানা আফরোজ, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও শিক্ষার্থী নয়ন মনি বিশ্বাস সহ বিভিন্ন স্টেক হোল্ডার ও কমিউনিটি এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ।