টিটু সরকারঃ
গাজীপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বাড়ন্ত বকনা, বকনার ঘরের উপকরণ, খাদ্য ও মালামাল বিতরণ করা হয়েছে। আজ ১৩ মার্চ ২০২৫ইং বৃহস্পতিবার সকাল ১০টায় গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নারগিস খানম, অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন, গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া।
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও গাজীপুর সদর ভেটেরিনারি হাসপাতাল অনুষ্ঠানের আয়োজন করেন। গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া বলেন, সমতল ভূমিতে বসবাস করে কিন্তু জীবন যাত্রার দিক দিয়ে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫০ জনের মধ্যে একটি করে বাড়ন্ত বকনা, বকনার ঘর তৈরির মালামাল ও বকনার খাবার বিতরণ করা হয়েছে। গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বিভিন্ন পশু, পশুর ঘর তৈরির মালামাল ও পশু খাদ্য বিতরণ চলবে।