শাওন বেপারী
শরীয়তপুর প্রতিনিধি,
শরীয়তপুর সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলামের ওপর ঠিকাদার কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১২ মার্চ) রাতে নজরুল ইসলাম বাদী হয়ে ঠিকাদার শামীম সরদার সহ ৪ জনের নামে পালং মডেল থানায় একটি অভিযোগ করেছেন।
ভুক্তভোগী নজরুল ইসলাম জানান, বুধবার দুপুরে হঠাৎ করে ঠিকাদার শামীম সরদার সহ ৪ জন আমাদের অফিসে আসে আমাকে নিচে নামতে বলে। আমি নিচে না নামায় তারা উপরে আসে এবং আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এক পর্যায়ে আমার গলা চেপে ধরে এবং মোবাইল কেড়ে নেয়। তারা আমাকে মারধর করে এবং ৫০ হাজার টাকা চাঁদা চায়। এঘটনা আমি ঊধ্বর্তন কর্মকর্তাদের জানালে তাদের পরামর্শ অনুযায়ী আমি বাদী হয়ে ঠিকাদার শামীম সরদার সহ ৪ জনের নামে পালং মডেল থানায় একটি অভিযোগ করেছি।
এব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা প্রকৌশলী মো. জালাল উদ্দিন বলেন, শরীয়তপুর সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলামের ওপর ঠিকাদার শামীম সরদারসহ কয়েকজন বিনা কারণে হামলা করেছে। ঊধ্বর্তন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ভুক্তভোগী উপ সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম থানায় অভিযোগ করেছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার শামীম সরদার বলেন, আমার সাথে উপ সহকারী প্রকৌশলী নজরুল ইসলামের কোনো ধরনের কাজ নেই। হামলা বা কোনো বাকবিতন্ড ঘটেনি। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এটা উদ্দেশ্য প্রণোদিত। আমি এর নিন্দা জানাই।
এ বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।