সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ (বুধবার) সকালে জেলা ইপিআই ভবনের কনফারেন্স হলে এই সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মামুন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। তিনি ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুমন চন্দ্র দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি রুহুল আমিন। সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা এবং জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়,এবারের ক্যাম্পেইনে মৌলভীবাজার জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৭,৫৯০ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২,২০,৮৭৫ জন শিশু’কে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে ১,৬৮৮টি কেন্দ্রে ক্যাম্পেইন পরিচালিত হবে।
বক্তারা ক্যাম্পেইনকে সফল করতে জনসচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের উৎসাহিত করা এবং স্বাস্থ্যকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।