শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের আগে ফ্যাসিসদের আমলে ধোপাডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে ছিল ব্যাপক অনিয়ম।
ফ্যাসিসদের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় ধোপাডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা হিসেবে যোগদান করেন মোখলেছুর রহমান।
তিনি সামান্য ৮/৯ মাসে দায়িত্ব নিয়েই সরকারি অফিসটি থেকে করেছেন দালাল মুক্ত।
সকাল ৯ টায় অফিস খুলে সাধারণ জনগণকে সরকারের কাঙ্খিত সেবা দেয়ার জন্য সন্ধ্যা পর্যন্ত বসে থাকেন।
গতকাল সমবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, সাধারণ জমির মালিকরা দালাল ছাড়াই সেবা গ্রহণ করছেন।
এ সময় আকবার আলী, নুরুল হক, কামাল মিয়ার সাথে কথা হলে, তারা জানান, তহসিলদার মোখলেছুর রহমান যোগদান করার পর থেকে সাধারণ জমির মালিকরা সঠিক সেবা পাচ্ছেন।
বর্তমানে অফিস টিতে কোন দালাল নেই, অর্থ ছাড়াই আমরা সরকারি সঠিক সেবা গ্রহণ করছি।
এব্যাপারে তহসিলদার মোখলেছুর রহমানের সাথে দৈনিক জনবাণীর কথা হলে তিনি জানান, সাধারণ মানুষকে সঠিক পরামর্শ ও খাজনা খারিজে সঠিক সেবা প্রদানের জন্য সরকার আমাকে এই চেয়ারের দায়িত্ব দিয়েছেন।
আমার কাজ সরকারের কাঙ্খিত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, সে লক্ষেই আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি।