মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি): গাইবান্ধার সাঘাটা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হক সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, আনসার ভিডিপি অফিসার সাহেনা বেগম এবং ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাফর শেখ।
বক্তারা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং দুর্যোগকালীন প্রস্তুতির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।