হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে এসএম স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। রবিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড্ডা এলাকায় এস এম স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুদামে রক্ষিত ৫শ মেট্রিকটন তুলা আগুনে পুড়ে গেছে।
খবর পেয়ে মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এসএম স্পিনিংয়ের জিএম আবুল বাশার জানান, রোববার সন্ধ্যা নাগাদ কারখানার তুলার গুদামে কালো ধোয়া ও আগুন জ্বলতে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তুলার পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত প্রায় ৫ শ মেট্রিকটন তুলা পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। মাধবপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো: রাকিব উদ্দিন ভূইয়া সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে সঠিক কারণ জানা যায়নি। উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম ঘটনা খবর শুনে ঘটনা স্থল পরিদর্শন করেছেন।