বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার কায়বা ইউনিয়ন ছাত্রদল নামে একটি ফেইজবুক পেইজ থেকে তার এ ইয়াবা সেবনের ২ টি ভিডিও ছাড়িয়ে পড়লে তা মূহুর্তের মধ্যে ভাইরাল হয়।
ভিডিও দেখা যায়, লাল রঙের জ্যাকেট গায়ে দিয়ে একটি রুমের চেয়ারে বসে ইয়াবা সেবন করছেন বিএনপির নেতা শহিদুল ইসলাম। এসময় মুখে ইয়াবা সেবনের পাইপ। আর একজন তার মুখে আগুন ধরে আছে। ধারনা করা হচ্ছে তার সঙ্গে আরো কয়েকজন ইয়াবাসেবী ছিলেন। তাদের মধ্যে কেউ একজন ভিডিও ধারন করেছিলেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
বিএনপি নেতার ভিডিও ফেসবুকে দেখে অনেকেই মন্তব্যের ঘরে লিখেছেন, অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার করা হোক। এছাড়া ওই নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সখ্যতার অভিযোগ ও তুলেছেন। বিশেষ করে পবিত্র রমজান মাসে এভাবে মাদক সেবন করা আদৌ ঠিক হয়নি।
এ ব্যাপারে কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, আমাকে একটু আত্মসুিদ্ধর সুযোগ দিন। এ সময় তিনি সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টাও করেন।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির জানান, এগুলো দল পরিপন্থি কাজ। আমরা এমন ঘটনার সমর্থন করি না। বিষয়টি জেলা বিএনপির নজরে এসেছে। সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড. সাবেরুল হক সাবু জানান, মাদক সেবী দল ও সমাজের জন্য ভয়ংকর। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। #
এদিকে বুধবার একই ইউনিয়নে খাদ্যবান্ধবের ১৫৫ বস্তা চাল লুটের ঘটনায় একই এলাকার সাবেক চেয়ারম্যান ও শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুস এর বিএনপি‘র প্রাথমিক সদস্যসহ সকল প্রকার সদস্যপদ স্থগিত করেছে জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। একই ইউনিয়নে পরপর দুইদিনে এমন ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দলের নেতৃবৃন্দ। এ সব ঘটনা শক্ত হাতে দমনের জন্য দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপ চেয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। #