কুষ্টিয়া ০৫ মার্চ :
অবৈধ বালু ব্যবসা, মাদক ব্যবসা, চাঁদাবাজি, এলাকায় নিজের সন্ত্রাসী বাহিনী দিয়ে সরকারি জমি দখল করে অবৈধ সম্পদ গড়েছেন কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। আর এসব চালাতে সহযোগিতা করতেন কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। নিজ এলাকায় আতঙ্ক ছাড়াতে কুদ্দুস নিজেকে আতার ভায়রা হিসেবেও পরিচয় দিতেন। ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত শেখ হাসিনা সরকার পালিয়ে গিলেও এখনো বেপরোয়া কুদ্দুস ও তার বাহিনী। নিরীহ মানুষকে মারধর থেকে হেন অপকর্ম নেই যা করছেন না। কুদ্দুস বাহিনীর আতঙ্কে দিন কাটছে হরিপুরবাসীর।
বিষয়টি এখন ‘টক অব দ্য টাউন’। কিন্তু কুদ্দুসের প্রতিপত্তি ও তার ক্যাডার বাহিনীর ভয়ে কেউই মুখ খোলার সাহস পারছেন না। অজানা কারণে কুদ্দুস বিষয়ে প্রশাসনও নীরব।
তার একক আধিপত্যে এখনো নিয়ন্ত্রণ হচ্ছে, গড়াইনদী খনন প্রকল্পের ড্রেজার, পদ্মা-গড়াই নদীপথে মাদক ব্যবসা, বালুমহল নিয়ন্ত্রণ, গড়াই নদীর জমি জোরপূর্বক দখল করে তা মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রিও করছেন কুদ্দুস। এসব অপকর্ম করেই কামাচ্ছেন লক্ষ লক্ষ টাকা।
নাম-প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, ট্রাকের হেলপার ছিল কুদ্দুস। এরপর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দলীয় পদ ও আতাউল রহমান আতার ভায়রা পরিচয়ে কুদ্দুসের একক আধিপত্য শুরু হয়। গড়ে তুলেন নিজের ক্যাডার বাহিনী। এতেই হরিপুর দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সভাপতি বনে যান। সেখানেই করেন লক্ষ লক্ষ টাকার নিয়োগ বানিজ্য। এছাড়াও কুদ্দুস বাহিনীর গড়াই নদীর খাস জমি দখলের বিষয়টি এখন হরিপুরজুড়ে ‘ওপেন সিক্রেট’। অবৈধ উপায়ে এসব অর্থ আয়ে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। গড়েছেন একাধিক জমি-বাড়ি নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক একাউন্টে রয়েছে লক্ষ লক্ষ টাকা। এছাড়াও গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও তার নামে থানায় একাধিক মামলা থাকলেও বীর বেশে ঘুরে বেড়াচ্ছে কুদ্দুস। ইউনিয়ন এলাকায় হেন অপকর্ম নেই যা করছেন না তিনি। তবুও অজানা কারণে কুদ্দুস বিষয়ে প্রশাসনও নীরব রয়েছেন। তাই দ্রুত কুদ্দুসকে আইনের আওতায় আনতেও দাবি জানান তারা।
এ বিষয়ে কথা বলতে আব্দুল কুদ্দুসের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন,বিশৃঙ্খলাকারী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।