আতাউর রহমান কাওছার, বালাগঞ্জ(সিলেট) থেকে::
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ বলেছেন, বালাগঞ্জ উপজেলা কে মাদক মুক্ত উপজেলা ঘোষনার লক্ষে দীর্ঘ দিন ধরে কাজ চলছে। শীঘ্রই আনুষ্টানিক ভাবে ঘোষনা করে হবে। তারপূর্বে আমাদেরকে কর্ম পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। তিনি ৪ মার্চ ২০২৫ইং বালাগঞ্জ উপজেলা হল রুমে বালাগঞ্জ উপজেলা কে মাদক মুক্ত করনের কর্মপরিকল্পনা বিষয়ক সভায় সভাপতির বক্তব্য রাখেতে গিয়ে উপরোক্ত মত ব্যক্ত করেছেন।
আলোচনায় অংশ গ্রহন করেন সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন সিলেট বিভাগীয় কার্যালয় পরিদর্শক এমদাদ উল্ল্যা, বালাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নুরুজ্জামান, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, বোয়ালজুড় ইউপি প্যানেল চেয়ারম্যান তজমুল হোসেন জনি, পশ্চিম গৌরীপুর প্যানেল চেয়ারম্যান আমিনুর ইসলাম মধু, উপজেলা সমাজসেবা কর্মকতা জুয়েল আহমদ, আনসার ভিডিপি কর্মকর্তা হারুন রশিদ, পল¬ী উন্নয়ন কর্মকর্তা হামিম রানা, শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভুইয়া, তথ্য সেবা কর্মকর্তা সুর্বনা দাশ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক, মাদক বিরুদ্ধী কার্যক্রমে সংলিষ্ট এনজিও নিরাপদ এর সভাপতি শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ আমির আলী, সাংবাদিক হেলাল আহমদ। সভায় মাদক পরিবহনকারী, সহবরাহকারী, ব্যবসায়ী, সেবনকারী, মাদক সেবনে অসুস্থ, মাদক গ্রহন ও ব্যবসা ছেড়ে দিয়েছেন, তাদের তালিকা তৈরী করন। মাদক বিরোধী সভা সেমিনার করন, পোষ্টার লিপলেট বিতরন, মাইকিং করন, হট লাইন চালু, মোবাইল কোট করন, সকল পর্যায়ের কমিটি কে সক্রিয় করন, মাদক গ্রহন ও ব্যবসা ছেড়ে দিয়েছেন তাদের কে আর্থিক অনুদান প্রদান।
সকল পেশাজীবি (শিক্ষক, সাংবাদিক, ইমাম, ব্যবসায়ী, গ্রাম পুলিশ, স্কাউট, গার্ল গাইড, শ্রমিক, ইউপি সদস্য, তরুন তরুনীদের কে সক্রিয় করতে হবে। ইউনিয়ন, বনিক সমিতি, ক্লাব, এনজিও, শিক্ষা প্রতিষ্টান পর্যায়ে কমিটি গঠন। মাদক বিরোধী কার্যক্রম করেছে এমন ব্যক্তি, সরকারী অফিস, এনজিও, ক্লাব, ইউনিয়ন পরিষদ, সাংবাদিক, শিক্ষক, ছাত্র, ছাত্রী, মাদক গ্রহন ও ব্যবসা ছেড়ে দিয়েছেন এমন ব্যক্তিকে পুরস্কার বা পদক প্রদান। ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।