সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট এলাকা হতে এক ব্যাক্তির লাশ উদ্ধার করে
হাসপাতাল মর্গে রেখে পালিয়ে গেছে দুই ব্যাক্তি। মৃত ব্যাক্তির নাম মোঃ রাসেল মিয়া(৩২)।
তিনি উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের মৃত শাহিদ মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ
দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হলেও পরবর্তীতে পুলিশ কয়েকজন স্থানীয় ব্যাক্তির
জিম্মায় দিয়েছে।
আজ শুক্রবার দুপুরে নয়াহালট গ্রামের আকাশ মিয়া,পিতা অঞ্জাত ও হোসাইন মিয়া নয়াহালট
থেকে রাসেল মিয়ার মৃতদেহ জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে রেখে পালিয়ে যায়। লাশটি
ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রাসেল মিয়ার
মৃত্যু নিয়ে রহস্য রয়েছে বলে স্থানীয়রা জানান। কেননা আকাশ মিয়া ও হোসাইন মিয়া লাশ
হাসপাতালে রেখে কেন পালিয়ে গেল এ নিয়ে সন্দেহ দানা বেঁেধছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান,আকাশ
মিয়া ও হোসাইন মিয়া লাশটি রেখে কেন পালিয়ে গেল তা জানা যায়নি। ময়না তদন্তের
রির্পোটের পর সম্পূর্ণ কারণ জানা যাবে। পালিয়ে যাওয়া আকাশ ও হোসাইনকে খোঁজছে
পুলিশ। তাদের আটক করলে এবং ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে রাসেলের
ঘটনাটি মৃত্য নাকি হত্যাকান্ড জানা যাবে।
কুলেন্দু শেখর দাস