মোঃ আব্দুল কুদ্দুস,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শশুরের সাথে ঝগড়া করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে লিপি খাতুন (৩৫) নামের এক গৃহবধূ। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেতকান্দি মরা কাঁদাই গ্রামে এই ঘটনা ঘটে। লিপি খাতুন ওই গ্রামের ভ্যানচালক নুরুজ্জামান মন্ডলের স্ত্রী। রিপন (১০) নামের এক পুত্র সন্তানের জননী।
প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, লিপি খাতুনের স্বামী ও দেবররা মোট ৫ ভাই। একই বাড়িতে সবাই বসবাস করেন। প্রায় প্রতিদিনই শশুর শাশুড়ি ও বাড়ির অন্যান্য সদস্যরা লিপি খাতুনের সাথে ঝগড়া করতো।
বৃহস্পতিবার বেলা ১১টায় লিপি খাতুনের সাথে প্রতিদিনের ন্যায় তার শশুর আক্কাস মন্ডল ঝগড়ায় জড়িয়ে গালিগালাজ করে। বিষয়টি সহ্য করতে না পেরে দুপুর আনুমানিক ১টায় ঘরে গিয়ে দরজা বন্ধ করে গলায় ফাঁস নেয় লিপি খাতুন।
বেলা ৩টায় তার ছেলে ঘরের সামনে এসে ডাকাডাকি করলেও লিপি খাতুন দরজা না খোলায় জানালা দিয়ে উঁকি দিয়ে ছেলে দেখতে পায় তার মায়ের দেহ ঘরের তীরের সাথে ঝুলছে। তার আর্তচিৎকারের বাড়ির অন্যান্য সদস্যরা এগিয়ে গিয়ে দরজা ভেঙে লিপি খাতুনের দেহ নামায়।
খবর পেয়ে বিকালে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল খটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলী।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিকেলে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, পরে আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।