স্টাফ রিপোর্টার আব্দুস সালাম মোল্লা
ফরিদপুরে চরভদ্রাসনে উপজেলায় আইন-শৃঙ্খলা ও সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয় ২৬শে ফেব্রুয়ারি ১১ ঘটিকায় উপজেলায় মিনি অডিটোরিয়াম।আইন-শৃঙ্খলা সমন্বয় মিটিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসারও উপজেলা প্রশাসক মনিরা খাতুন।
প্রথমেউপজেলা নির্বাহী অফিসার ওউপজেলা প্রশাসক মনেরা খাতুনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়। উপজেলা আইন-শৃঙ্খলা উন্নয়নের সংক্ষিপ্ত বক্তব্য দান করেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউললাহখান।
মানবিক সদ্য যোগদান কৃত অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান বিভিন্ন স্থানে জনসচেতনতা উপর ব্যাপক প্রচারে মাদক বখাটে কিশোরগ্যাং দমনে যথেষ্ট ভূমিকা পালন করেছে। আইন-শৃঙ্খলা উন্নয়নের কোন বক্তব্য না থাকায়।
যানজট নিরসনে যানজট নিরসনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবে চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা। সাংবাদিক আব্দুস সবুর কাজল।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য ওগ্যাসের বাজার নিয়ন্ত্রণ, বক্তব্যের রাখেন সাংবাদিক আব্দুস সালাম মোল্লা, সাংবাদিক আব্দুস সবুর কাজল।চরঝউকান্দা ইউ পি চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধা চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারী,চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান আজাদ খান, গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী।
বক্তারা বলেন, কিশোরগ্যাং, মোটরসাইকেলের সাইলেন্সের পাইপ খুলে বিকট শব্দে মোটরসাইকেলের শব্দ দূষণ রোধের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্টস্টেটকে মোবাইলকোটে’র মাধ্যমে জরিমানার উপর গুরুত্ব আরোপ করে বক্তারা তা উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন সিদ্ধান্ত গ্রহণ করে।
চরভদ্রাসন বাজারে বজ্র নিষ্কাশনের এবং রমজান উপলক্ষে অর্থ লগ্নীব্যাংকগুলোর এবং বিভিন্ন ব্যবসায়ীগণের নিরাপত্তার জন্য অফিসার ইনচার্জ রবিউল্লাহ খান নিরাপত্তার ব্যবস্থার আশ্বাস দেন।
এই সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচাজ’ রজিউললাহ খান ওচরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ওউপজেলা প্রশাসক মনিরা খাতুন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর প্রধানগণ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।