মোঃ হাবিবুর রহমান,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলায় সৌদি আরবে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছেন দুই ভুক্তভোগী। শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে পাটিচরা ইউনিয়নের আমবাটি জিয়াবাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের অভিযোগ
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলার অশোকানাই গ্রামের মৃত আফসার আলীর ছেলে ছানোয়ার এবং ধামইরহাট উপজেলার শিবরামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে রোস্তম আলী।
তারা জানান, জীবিকার তাগিদে সৌদি আরবে শ্রমিক হিসেবে যেতে চান। এ উদ্দেশ্যে ধামইরহাট উপজেলার চকযদু গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। শরিফুল দীর্ঘদিন সৌদি আরবে বসবাস করেন এবং নিয়মিত লোক পাঠান বলে পরিচয় দেন।
শরিফুল প্রতিজন ৬.৫ লাখ টাকা দাবি করেন। পরে ৫.৫ লাখ টাকা করে মোট ১১ লাখ টাকায় চুক্তি হয়। ওই টাকা তার স্ত্রী রাফি ও শ্যালক সম্রাটের মাধ্যমে পরিশোধ করা হয়।
সৌদিতে প্রতারণা ও নির্যাতন
২০২৫ সালের জানুয়ারিতে তারা সৌদিতে পৌঁছান। কিন্তু সেখানে শরিফুল ইসলাম তাদের কোনো কাজ দেননি। উল্টো প্রতিজনকে আরও ১ লাখ টাকা করে দাবি করেন। পরিবার থেকে টাকা পাঠানোর পরও কোনো কাজ না পেয়ে প্রতিবাদ করলে তাদের মারধর, জেলে দেওয়ার হুমকি এবং আকামা না দেওয়ার মাধ্যমে চরম হয়রানি করা হয়।
তিন মাস ধরে এই নির্যাতনের পর পরিবার থেকে টিকিটের টাকা এনে তারা দেশে ফিরে আসেন।
🛑 মানব পাচারের অভিযোগ
ভুক্তভোগীরা বলেন, তারা দেশে ফিরে জানতে পারেন, শরিফুল ইসলাম ও তার পরিবার একটি মানব পাচার চক্রের সঙ্গে জড়িত। এরই প্রতিবাদে এবং ন্যায্য বিচারের দাবিতে এই সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।