কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পলিথিন রিসাইক্লিংয়ের ব্যতিক্রমী প্রযুক্তি উদ্ভাবন করেছেন ২২ বছর বয়সী মো. আবু সুফিয়ান পারভেজ। পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন গলিয়ে ডিজেল, পেট্রোল, অকটেন ও গ্যাস তৈরি করার প্রযুক্তি তিনি তৈরি করেন ঘরোয়া উপায়ে।
২০১৯ সালে তৈরি তার পাইরোলাইসিস প্লান্টে উৎপন্ন জ্বালানির পাশাপাশি কার্বনজাত পদার্থকে ফটোকপির কালিতে রূপান্তরের পদ্ধতিও রয়েছে। পলিথিনের মান ভালো হলে প্রতি কেজিতে ৭০০–৮০০ মিলি জ্বালানি পাওয়া যায় বলে জানান পারভেজ।
করোনাকালে কার্যক্রম বন্ধ থাকলেও ২০২২ সালে জ্বালানি তেলের দাম বাড়ার পর ফের চালু করেন তিনি। ওই বছর ডিজিটাল উদ্ভাবনী মেলায় উপজেলা ও জেলা পর্যায়ে পুরস্কৃত হন পারভেজ।
বর্তমানে আর্থিক সংকটে প্রকল্পটি বন্ধ হয়ে আছে। তবে তিনি গবেষণা চালিয়ে যাচ্ছেন জ্বালানির মান উন্নয়নে। পারভেজের দাবি, “সরকার সহায়তা দিলে এই প্রযুক্তি দেশের জ্বালানি সংকট কমাতে সাহায্য করতে পারে।”
স্থানীয়রাও সরকারের কাছে এই ব্যতিক্রমী উদ্যোগে সহায়তা চেয়েছেন।