শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কমলগঞ্জে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে কবি, লেখক ও সাংবাদিক আবদুল হাই ইদ্রিছীর নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। গত মঙ্গলবার (১৩ মে) রাতে থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন ইদ্রিছী। জিডি নম্বর ৭১০।
জিডিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে নানা ধরনের মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এতে তার ব্যক্তিগত মান-মর্যাদা ও সামাজিক অবস্থান ক্ষুণ্ন হচ্ছে। ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কায় তিনি থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে সাংবাদিক ও কবি আবদুল হাই ইদ্রিছী বলেন,
“এটি শুধু আমার ব্যক্তিগত ইমেজ নয়, একজন সংবাদকর্মী হিসেবে সাংবাদিকতার স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। আমি আশা করি প্রশাসন দ্রুত এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন,
“সাংবাদিক আবদুল হাই ইদ্রিছীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা অবিলম্বে অপপ্রচারকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।