মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে ৫ম শ্রেনীর এক শিশুকে ইভটিজিং করায় নানা আজগর আলী বাদি হয়ে থানায় জিডি করায় ক্ষিপ্ত হয়ে পরদিন সন্ধ্যায় তাকে কুপিয়ে হত্যা করেন বখাটে আলামিন গংরা।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(২৯ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব রায়দক্ষিণ গ্রামে। নিহত-আজগর আলী(৫৫) ওই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
হত্যাকারিরা হলেন আলামিন(৪৭) একই গ্রামের মৃত কালু পরামানিকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, আজগর আলীর (মেয়ের কন্যা) নাতনি তার বাড়িতে থেকে পাশ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে আসছে। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় পার্শ্ববর্তী আলামিন উত্ত্যক্ত করে আসছিলো। নিষেধ করার পরও থেমে ছিলো না তিনি। তাই বিষয়টি উল্লেখ করে গত সোমবার তাকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আজগর আলী।
এতে আলামিন ক্ষিপ্ত হয়ে সুযোগ বুঝে সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির পাশে আজগরের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আলামিন গংরা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন। ঘটনার সময় জনৈক এক মহিলা দেখে তার ডাক চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন। ঢাকা নেয়ার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ বুধবার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিংগাইর থানার ওসিসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামিনকে প্রধান আসামী করে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, আল আমিনকে প্রধান আসামি করে যৌন নিপীড়ন ও হত্যার অভিযোগে থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।