বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার রাঙ্গারদিয়া গ্রামে আকিকার মাংস বণ্টনকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাংচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (১১ মে) দুপুরে রাঙ্গারদিয়া স্কুল মাঠে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক গ্রামবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বক্তাদের অভিযোগ, প্রফেসর সাখাওয়াত হোসেন জয়নাল, ফরহাদ মোল্যা ও নান্নু মেম্বারের নেতৃত্বে বহিরাগত লোকজন এনে গ্রামে হামলা, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যক্তিবর্গ আজিজুল, বাদশা মোল্লা, ওবায়দুর খা, জেকের মোল্লা, ফটিক শরীফ, রহমান শরীফ, আকমল সরদার, সুমন শরীফ, নুরজাহান, নাছিমা ও মোসা: পারভীন আক্তারসহ অনেকে।
উল্লেখ্য, শুক্রবার রাত ও শনিবার সকাল পর্যন্ত উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় অন্তত ১৫ জন আহত হন এবং ৩০টির বেশি ঘরবাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।