রুবেল হোসাইন, বিশেষ প্রতিনিধি (কিশোরগঞ্জ):
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর কিশোরগঞ্জে উল্লাসে ফেটে পড়ে ছাত্র-জনতা। শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে একটি বিশাল আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।
আনন্দ মিছিলটি শহীদী মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে ফিরে আসে। এসময় মিছিলকারীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং বিভিন্ন স্লোগানে শহর মুখরিত করে তোলেন—
“এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো”,
“সন্ত্রাসী লীগ নিষিদ্ধ হলো”,
“হই হই রই রই, সন্ত্রাস লীগ গেলি কই”,
“লীগ ধর, জেলে ভর” ইত্যাদি।
মিছিলে অংশ নেয় বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন—
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স,
জুলাই আন্দোলনের সংগঠক আশরাফ আলী সোহান,
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি তানভীর আহমাদ ও সেক্রেটারি শহিদুল্লাহ,
এছাড়াও আরও অনেক সংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে সরকারের ঘোষণায় কিশোরগঞ্জের সাধারণ মানুষের মাঝেও স্বস্তি বিরাজ করছে বলে জানান উপস্থিত অনেকে।
উল্লেখ্য, শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।