শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :
শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে” এ প্রাতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মহান মে দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ মে) শহরের পাকাপুল মোড়ে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে একটি র্যালী বের করে শহরে প্রধান সড়ক প্রদক্ষিন করে সাতক্ষীরা নির্মাণ শ্রমিক ফেডারেশন ও রং পালিশ শ্রমিক অফিসে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
সংগঠনের সভাপতি জুম্মান আলী সরদারের, সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনেরকেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জামাল আহমেদ বাদল, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, কোষাধক্ষ ইকবাল গাজী, যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল হক, এ সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ, মিজান, তরিকুল, জামাল, ওসমান, জাহিদ প্রমুখ।
অনুষ্ঠানে শ্রমিক নেতারা, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষার জোর দাবি জানান।