আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম।
৪ ঠা মে ঢাকাস্থ ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক সভায় ফেডারেশন কার্যালয়ে সর্বসম্মতিক্রমে ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এসএম সাইফুল আলমকে মহাসচিব, সংগঠনের সাধারণ সম্পাদক মো. শওকত আলীকে সাংগঠনিক ও প্রচার সম্পাদক এবং প্রথম সহসভাপতি মো. নুরুল আবছারকে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
সিএন্ডএফ সভাপতি মিজানুর রহমান বলেন, সিএন্ডএফ এজেন্টরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন। ফেডারেশন সবসময় তাদের ন্যায্য অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, নতুন মহাসচিব এসএম সাইফুল আলমের নেতৃত্বে ফেডারেশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে সিএন্ডএফ এজেন্টদের অবস্থান আরও সুদৃঢ় হবে।
নবনির্বাচিত মহাসচিব এস এম সাইফুল আলম বলেন, সিএন্ডএফ পেশা বর্তমানে নানাধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। সিএন্ডএফ পেশা স্বার্থবিরোধী বেশ কিছু কালো আইন বলবৎ রয়েছে, যা সুষ্ঠুভাবে সিএন্ডএফ ব্যবসা পরিচালনায় অন্তরায়। তিনি অঙ্গীকার করে বলেন, ফেডারেশনের পক্ষ থেকে এসব বৈষম্যমূলক আইন ও আদেশ বাতিলের জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি দেশের সকল কাস্টম হাউস ও স্টেশনে কর্মরত সিএন্ডএফ এজেন্টদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের শুল্ক ও প্রশিক্ষণ সচিব মো. ফারুক আলম, আন্তর্জাতিক বিষয়ক সচিব এমদাদুল হক লতা, নির্বাহী সদস্য মো. উবায়দুল হক আলমগীর, খায়রুজ্জামান মধু, মহসিন মিলন, সমন্বয়কারী দেলোয়ার হোসেন দিলুসহ হিলি, বিলোনিয়া, আখাউড়া সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নেতারা।
সভায় নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এছাড়া সভায় জুলাই’২০২৪ গণঅভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা