সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের ব্যস্ততম এলাকাগুলোর একটিতে অবস্থিত ‘লন্ডন রেস্ট হাউস’-এ সোমবার রাত ৮টা ৩০ মিনিটে হঠাৎ অভিযান চালায় শ্রীমঙ্গল থানা পুলিশ। অভিযানে রেস্ট হাউসের অভ্যন্তরে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছয়জন নারী ও পুরুষকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) আব্দুর রহিম জিবান বুধবার (২৩ এপ্রিল) জানান,’ উনার নেতৃত্বে থাকা এই অভিযানে অংশ নেয় সঙ্গীয় একটি টিম। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতদের পরিচয়ঃ-
১) জনি দেবনাথ (২৮),মৌলভীবাজার সদর উপজেলার নলদাড়িয়া গ্রামের বাসিন্দা।
২) মোঃ সুমন মিয়া (২৭),কিশোরগঞ্জের ইতনা থানার হরিপুর গ্রামের স্থায়ী বাসিন্দা,বর্তমানে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় অবস্থানরত।
৩) আশরাফুল ইসলাম (২৮),নীলফামারির ডিমলা উপজেলার কাকিনা গ্রামের বাসিন্দা,বর্তমানে কমলগঞ্জের শমশেরনগর এলাকায় বসবাস করছেন।
৪) সীমা নাথ (২৬),মৌলভীবাজার সদর উপজেলার গোবিন্দপুর এলাকার গৃহবধূ।
৫) রুমেনা আক্তার ওরফে শাহানা আক্তার (২৪), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ভূরিশর গ্রামের বাসিন্দা,বর্তমানে মৌলভীবাজারের চাঁদনীঘাট গোজারাই এলাকায় অবস্থানরত।
৬) তাসনিম বেগম (২১),কুলাউড়ার ১০ নং হাজীপুর ইউনিয়নের মন্দিরা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে আরও জানা যায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই অভিযানে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার হয়েছে এবং পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে যাতে শহরের পরিবেশ সুষ্ঠু রাখা যায়।