স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিঞ্চুপুর এলাকায় প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী আকমাল ইবনে ইউসুফের জামাতা এম এম হোসাইন। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রাজিয়া হলের তৃতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন।
সংবাদ সম্মেলনে এম এম হোসাইন বলেন, গত কয়েকদিন যাবত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার আমার বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ হয়েছে। আমি কোনো বাড়ি দখল করিনি। প্রবাসী কামরুল হাসান সেলিমের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পত্তি বিনিময়ের একটি বৈধ চুক্তি সম্পন্ন হয়েছে। ওই চুক্তির আওতায় তার ঢাকার ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। চুক্তির সব শর্ত পূরণ হওয়ার আগেই তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, “আমার বিরুদ্ধে বাড়ি দখলের মিথ্যা অভিযোগ এনে সামাজিক ও পারিবারিকভাবে আমাকে হেয় করার অপচেষ্টা চলছে। বাস্তবে, উক্ত সম্পত্তি এখনো চুক্তিভিত্তিক অবস্থায় রয়েছে এবং ফ্ল্যাট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যে কোনো সমস্যা আইনানুগভাবে সমাধানে প্রস্তুত।”
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন উল্লেখ করে এম এম হোসাইন দাবি করেন, “রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই প্রবাসী সেলিম উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।”
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে আইনি ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তানভীর তুহিন