পাইকগাছা প্রতিনিধি, খুলনা:
খুলনার পাইকগাছায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ স্কাউটস-এর ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী–২০২৫ এর মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান। শনিবার (২৪ মে) সন্ধ্যায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজনে অংশ নেয় উপজেলার ৩৩টি কাব ইউনিট।
চার দিনব্যাপী চলা এ ক্যাম্পুরীর শেষ দিনে অনুষ্ঠিত হয় মহা তাঁবু জলসা, ক্যাম্প ফায়ার, মোমবাতি প্রজ্বলন, গ্র্যান্ড-ইয়েল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস কমিশনার ও প্রধান শিক্ষক মো. নূরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও উৎপল বাইন, সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ দাশ ও ঝংকার ঢালী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব।
এবারের ক্যাম্পুরীর প্রতিপাদ্য ছিল “দেশ গড়তে করবো কাবিং, বাংলাদেশ হবে বৈষম্যহীন”।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কাউটস-এর উপজেলা শাখার সম্পাদক রহিমা আখতার শম্পা, ডিরেক্টর এসকে আসাদুল্লাহ মিঠু, প্রোগ্রাম চীফ সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকারসহ শিক্ষক, স্কাউট লিডার ও স্কাউট সদস্যবৃন্দ।