কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে বন্ধ যাদুকাটা নদীতে পুনরায় বালু উত্তোলনের সুযোগ চেয়ে মানববন্ধন করেছেন নদী পাড়ের কয়েক হাজার শ্রমিক।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে যাদুকাটা নদীর দুই পাড়ে স্থানীয় শ্রমজীবী মানুষের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী বিল্লাল হোসেন, মো. সাবু মিয়া, রমজান মিয়া, ডা. জামাল উদ্দিন, শ্রমিক নেতা মো. লাল মিয়া, ফজর আলী প্রমুখ।
বক্তারা বলেন, বালু উত্তোলন বন্ধ থাকায় তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা ও নদীপারের কয়েকটি গ্রামের হাজারো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে বিকল্প কোনো কর্মসংস্থানের সুযোগ না থাকায় এসব শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন।
তাঁরা অভিযোগ করেন, অভাব-অনটনের কারণে এলাকায় অপরাধ প্রবণতা বাড়ছে। তাই দ্রুত যাদুকাটা নদী খুলে দিয়ে বালু উত্তোলনের অনুমতি দিতে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।