আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
সাভার পৌরসভার ইয়ামিন চত্বর এলাকায় মো. শাহীন (২৮) নামে এক পরিবহন রংমিস্ত্রিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ মে) রাত ৯টা ১৫ মিনিটের দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহীন সাভারের বলিয়ারপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে গাড়ির রংমিস্ত্রি হিসেবে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শাহীন ও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একসঙ্গে হেঁটে যাচ্ছিলেন ব্যাংক কলোনির ভেতরের সড়কে। হঠাৎ সাদা শার্ট পরা সেই ব্যক্তি শাহীনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই শাহীন প্রাণ হারান।
শাহীন ইয়ামিন চত্বর এলাকার বরুন মিস্ত্রির গ্যারেজে কাজ করতেন। হত্যার খবর শুনে মালিক বরুন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পরপরই সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন,
“ঘটনার তদন্ত চলছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
এই হত্যাকাণ্ডে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, হত্যার পেছনে পূর্ব শত্রুতা থাকতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।