গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার স্বাস্থ্য খাত অবশেষে পেতে যাচ্ছে নতুন দিশা। নানা জটিলতা ও অনিয়মে
জর্জরিত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহিন।
আজ সকাল ১১টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। পরে
তিনি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে
মিলিত হন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন।
নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহিন তার বক্তব্যে বলেন, গৌরনদীবাসীর
স্বাস্থ্যসেবায় আস্থা ফিরিয়ে আনতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। শতভাগ
সেবা নিশ্চিত করতে চাই আমি এবং আমার টিম। উল্লেখযোগ্যভাবে, দীর্ঘদিন ধরে গৌরনদী উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দালালচক্র এবং দুর্নীতির অভিযোগ ছিল। এসব সমস্যার সমাধানে
নবাগত স্বাস্থ্য কর্মকর্তা এবং ইউএনও যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা জানান, দালাল
সিন্ডিকেট ভেঙে স্বাস্থ্য কমপ্লেক্সকে ঢেলে সাজানো হবে। সেবার মান ও পরিবেশের উন্নয়নই হবে
আমাদের মূল লক্ষ্য। নতুন কর্মকর্তার যোগদানে উপজেলার সাধারণ মানুষের মধ্যে আশার আলো সঞ্চার
হয়েছে। স্থানীয়দের মতে, পূর্ববর্তী অনেক সমস্যার পর এবার স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নতুন সূচনা
হোক সেটিই আমাদের প্রত্যাশা। গৌরনদী উপজেলা স্বাস্থ্য ব্যবস্থায় এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে
তা সময়ই বলে দেবে। তবে জনসাধারণ ইতোমধ্যে ডা. সালেহিনকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল
মিডিয়ায় শুভেচ্ছা বার্তা দিতে শুরু করেছেন।
মোঃ খায়রুল ইসলাম