আজ ৬ মে মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারক লিপি দিয়েছেন হানিফ বাংলাদেশী। তিনি বলেন, গত ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পরে অর্ন্তবর্তী সরকার শপথ নিয়েছে। ২০ সেপ্টেম্বর অর্ন্তবর্তী সরকার ঘোষণা করেছে, উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের আয় ব্যায়ের হিসাব ১৫ দিনের মধ্যে প্রকাশ করবেন। কিন্তু গত ৮ মাসেও তারা আয় ব্যায়ের হিসাব প্রকাশ করেনি। তারা নিজেরাই নিজেদের আইন অমান্য করেছে। আমি সাধারণ নাগরিক হিসেবে ৫ নভেম্বর প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছি উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ করার জন্য, কিন্তু গত ৬ মাসেও তার কোন উত্তর পাইনি।
অন্তর্বতী সরকার দেশের সংস্কার করবে, কিন্তু দুঃর্ভাগ্যের বিষয় গত ৮ মাসেও তারা তাদের নিজেদের স্বচ্ছতা জাতির কাছে প্রমাণ করতে পারেনি। তাই জনগণ সন্ধেহ করছে যারা নিজেদের স্বচ্ছতা প্রমাণ করতে পারেনি তাদের দ্বারা রাষ্ট্রের কোন মৌলিক পরিবর্তন হবে তা জনগণ আশা করে না। উপদেষ্টারা ৫ই আগস্ট মহামান্য রাষ্ট্রপতি থেকে শপথ নিয়েছেন, সেই জন্যে মহামান্য রাষ্ট্রপতির কাছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আজ ৬ মে মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারক লিপি দিয়েছি।