ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় মো. নাসির হাওলাদার (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দপদপিয়া এলাকার বকুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির হাওলাদার একই এলাকার বাসিন্দা মৃত মো. মোসলেম হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, নাসির হাওলাদার রাস্তা পার হচ্ছিলেন, এমন সময় পটুয়াখালী থেকে বরিশালগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে নাসির হাওলাদার ও মোটরসাইকেল চালক দুজনেই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসির হাওলাদারকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।