বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম মোঃ জামাল খান (২৭)। তিনি কলসকাঠি ইউনিয়নের বাগদিয়া গ্রামের ইব্রাহিম খানের পুত্র।
৮ মে (বৃহস্পতিবার) দুপুরে নিহতের পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশ আলহিকমা গ্রামের জাকির হোসেনের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।
জামালের বড় ভাই রাকিব খান জানান, বুধবার দুপুরে জামাল বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সারা রাত খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দুপুরে এক বাড়িতে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ ঝুলতে দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”