জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের পালং উপজেলার দক্ষিণ মধ্যপাড়ায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় সুজন সাহা (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত সুজন সাহা আঙ্গারিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং স্থানীয় হরিদাস সাহার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুজন সাহার সঙ্গে তার চাচাতো ভাই শান্তিরঞ্জন সাহার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার কথাকাটাকাটি ও ঝগড়ার ঘটনা ঘটে। মঙ্গলবার (৬ মে) দুপুরে সেই পুরনো বিরোধ আবারও তীব্র আকার ধারণ করে।
ঘটনার এক পর্যায়ে শান্তিরঞ্জন সাহা ও তার দোকানের কর্মচারী লোকমান হোসেন লাঠি দিয়ে সুজন সাহাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিহতের পরিবার দ্রুত বিচার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।