মিজানুর রহমান, তালতলী (বরগুনা)
“শিশু থেকে বৃদ্ধ, পুষ্টিকর খাবার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে সালমা। আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এইচ সোহাগ, মেডিকেল অফিসার ডা. দিদার হোসেন ও ফার্মাসিস্ট জুয়েল রানা।
রাইট টু গ্রো প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, শিক্ষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, “জাতির ভবিষ্যৎ গড়তে পুষ্টি নিশ্চিতকরণ জরুরি। বিশেষ করে শিশু, কিশোর, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টির দিকে খেয়াল রাখতে হবে। পুষ্টিহীনতা একটি সামাজিক চ্যালেঞ্জ, যা মোকাবিলায় সম্মিলিত প্রয়াস দরকার।”