মোঃ মামুন মোল্লা, খুলনা ব্যুরো প্রধান:
খুলনার আরংঘাটা থানাধীন তেলিগাতী বাইপাস সড়কের রাজাপুর কালভাটের পশ্চিম পাশ থেকে ইজিবাইক চালক নুর ইসলাম (৫৫)লাশ উদ্ধার । গতকাল শনিবার সন্ধ্যায় তেলিগাতী বাইপাস সড়কের রাজাপুর জিহাদের মাছের ঘের থেকে হাত এবং পা বাধা, গলায় ফাঁস দেয়া অবস্থায় বস্তাবন্দী লাশ উদ্ধার করে আড়ংঘাটা থানা পুলিশ । নিহত নুর ইসলাম নগরীর আড়ংঘাটা থানাধীন গাইকুড় ঝাউডাঙ্গা গ্রামের মইনুদ্দিন গাজীর পুত্র। পুলিশ ছিনতাই হওয়া ইজিবাইকটি অভয়নগর থানার সিদ্ধিপাশা বাজারের পাশ থেকে উদ্ধার করেছে বলে জানা গেছে । নিহতের স্বজন রফিকুল ইসলাম জানায়, নুর ইসলাম ১৮ এপ্রিল বিকাল ৪টায় ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয়। অনেক রাত হয়ে গেলেও নুর ইসলাম বাসায় না ফেরায় তাকে খুঁজতে ইজিবাইকের মালিক মুন্নার বাসায় যাই । গাড়ির মালিক মুন্না ইজিবাইকে লাগানো জিপিএস ডিভাইস এর মাধ্যমে দেখতে পায় তার ইজিবাইকটি রেলিগেট থেকে ফুলবাড়িগেট হয়ে তেলিগাতি বাইপাস দিয়ে আফিল গেট দিক দিয়ে সিদ্ধিপাশায় চলে যায়। এরমধ্যে ১৮ জুলাই সন্ধ্যা ৬টায় তেলিগাতি বাইপাসের রাজাপুরের কালবাট এর পাশের ১০ মিনিট ইজিবাইকটি অপেক্ষা করে। প্রযুক্তির মাধ্যমে রাতেই ইজিবাইকের মাহাজন সিদ্দিক পাশা থেকে গাড়ীর সন্ধান পান। রফিকুল ইসলাম জানান ঐদিন রাত ১২টায় স্থানীয় মেম্বারদের মাধ্যমে গাড়ির মালিক মুন্না ইজিবাইক উদ্ধার করে। তখনো চালক নুর ইসলামের কোন সন্ধান পাওয়া যায় নাই। ডিভাইসের মাধ্যমে গাড়িটি যে স্থানে ১০ মিনিট দাঁড়ানো ছিল জানতে পারি গতকাল সকাল থেকে ঐ স্থানে আমরা তন্ন তন্ন করে খুঁজতে থাকি। খুঁজে না পেয়ে সন্ধ্যার পরে আবারও একই স্থানে আমরা তল্লাশি চালাই। রাস্তার পাশে একটা ঘেরের পানির কচুরিপানার নিচে বস্তাবন্দী কিছু একটি দেখতে পেয়ে আমরা সেটিকে উপরে তুলি। উপরে তুলে বস্তার মুখ খুলে দেখতে পাই গলায় তার দিয়ে ফাঁস লাগানো এবং দুই হাত ও পা বাঁধা নুর ইসলামের লাশ।
এদিকে লাস উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আড়ংঘাটা থানা পুলিশ।
এ বিষয়ে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ তুহিনুজ্জামান বলেন, নিখোঁজের ঘটনায় থানা একটি অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে তার সন্ধানে আমরা বিভিন্ন স্থানে মেসেজ পাঠাই। এর মধ্যে আমরা খবর পাই তেলিগাতী বাইপাসে একটি ঘেরের মধ্যে বস্তাবন্দী একটি লাশের। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত লাশটি নিখোঁজ ইজিবাইক চালক নুর ইসলামের বলে স্বজনরা জানান । লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া ইজিবাইকটি সিদ্ধিপাশা থেকে উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।