মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের দাদিরআটা গ্রামে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে দরিদ্র কৃষক মোশারফ হোসেনের (৫৫) বসতঘর, গোয়ালঘর এবং সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৬টি ছাগল ও ১টি গরু পুড়ে মারা গেছে এবং ঘরের সমস্ত আসবাবপত্রসহ অন্যান্য মালামাল ধ্বংস হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনা ঘটে গত বুধবার (৭ মে) দিবাগত রাত ১টার দিকে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এলাকার স্থানীয় সিনিয়র শিক্ষক মোঃ আতিকুর রহমান জানান, মোশারফ হোসেন একজন দিনমজুর কৃষক। সে অনেক কষ্টে ৬টি ছাগল ও ৮টি গরু পালত, যা তার জীবিকার একমাত্র উৎস ছিল। তার বাসায় দুটি ঘর ছিল, যার এক অংশে সে ও তার স্ত্রী থাকতেন, আর অপর অংশে গবাদিপশু রাখতেন। কিন্তু রাত ১টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে তার বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
এসময় মোশারফ ও তার স্ত্রী দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে বেঁচে গেলেও, তাদের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে সবকিছু হারিয়ে অবাক হয়ে তারা বারবার কান্নায় ভেঙে পড়েন। এক রাতেই তাদের জীবনের সমস্ত স্বপ্ন ধ্বংস হয়ে যাওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে স্থানীয়রা দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন, তবে এ ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।