বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামের অটোচালক মো. জামাল মোল্লা (৩৭) ছিনতাইকারীদের একজনকে চিনে ফেলায় হামলার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২০ মে মঙ্গলবার ভোরে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, জামাল মোল্লা সেদিন ভোরে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সাদীপুর ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা ছিনতাইকারীরা তার গতিরোধ করে। অটো ছিনিয়ে নিতে চাইলে জামাল তাদের একজনকে চিনে ফেলেন। তখনই তার মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে কোপানোসহ বেধড়ক মারধর করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরদিন জামালের ভাই মো. কামাল মোল্লা ফরিদপুর কোতোয়ালি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন:
- নাঈম শিকদার ওরফে মানিক
- মাসুদ ওরফে কারেন্ট মাসুদ
- রাইসুল শিকদার
- মারজুল শিকদার
- জামির
এর মধ্যে প্রধান আসামি নাঈম শিকদার ও রাইসুল শিকদারকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান সিকদার জানান, “ঘটনার দিনই মামলা হয়েছে। ইতোমধ্যে আমরা দুই আসামিকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-সদরপুর আঞ্চলিক মহাসড়কের সাদীপুর ব্রিজ এলাকাটি ছিনতাই ও ডাকাতির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকাবাসীর দাবি, সেখানে নিয়মিত পুলিশি টহল জোরদার করা হোক।