সালেক হোসেন রনি , কিশোরগঞ্জ:
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা লিগ্যাল এইড কার্যালয় দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। সকাল নয়টায় র্যালী ও এগারটায় আলোচনা সভার আয়োজন করে । জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বরে ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’ এ প্রতিপাদ্যে ২৮ এপ্রিল (সোমবার) জজকোর্ট কিশোরগঞ্জ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব। স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনি. সহকারী জজ নাসিমা তালুকদার মুনমুন । জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২০২৫ সনের মার্চ পর্যন্ত কিশোরগঞ্জ জেলার ৫৯৩ টি ভিকটিম এর মামলায় আইন সহায়তা করা হয় । এডিআর এর মাধ্যমে ১১৪টি মামলা নিষ্পত্তি করা হয়।
এছাড়াও বিভিন্ন ভাবে ভিকটিম দের সহায়তা করছেন বলে সভায় প্রতিবেদন পেশ করেন। বক্তব্য রাখেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ এর বিচারক জেলা ও দায়রা জজ মাকসুদা পারভীন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাম্মি হাসিনা পারভীন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাতেমা জাহান স্বর্ণা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হামিদুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন।
জিপি জালাল উদ্দীন মোহাম্মদ গাউস , আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভেকেট শহিদুল আলম শহিদ, সাধারণ সম্পাদক অ্যাডভেকেট মো. আমিনুল ইসলাম রতন, উপকারভোগী ফাতেমা আক্তার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইন সহায়তা পাওয়ার পর পারিবারিক বিরোধ নিষ্পত্তির বিষয়টি তুলে ধরেন। আলোচনা সভার পূর্বে জেলা লিগ্যাল এইড এর ব্যানারে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে জজকোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।