শাহজাহান আলী মনন, নীলফামারী প্রতিনিধি:
দৈনিক আজকের পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি রেজা মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট Reza Mahamud আইডি ও ০১৭১৯০৩৭৯৭৮ হোয়াটস আপ নাম্বার হ্যাক হয়ে গেছে। এ ঘটনায় রেজা মাহমুদ আজ মঙ্গলবার (২২ জুলাই) সন্ধায় সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, আজ বিকালে ৫ টা ৯ মিনিটে তার আইডি হ্যাক হয়েছে মর্মে +৯১ ৮৬১৯৮৮৭৪১৩ থেকে তাকে হোয়াটসঅ্যাপে কল করে ২৫ হাজার টাকা দাবী করে। টাকা দিলে একাউন্টগুলো ফিরিয়ে দিবে অন্যথায় সে বন্ধু তালিকার সবাইকে অশ্লিল ছবি ও ভিডিও বানিয়ে সেন্ড করবে। এমনকি তাদের বিভিন্ন আইডি দিয়ে তাদের বানানো ভিডিও পোস্ট, বুস্ট করে ও ইউটিউবে ছেড়ে সম্মানহানী ঘটাবে।
এ ব্যাপারে রেজা মাহমুদ জানান, তার আইডি থেকে দেশ, রাষ্ট্র ও সমাজ বিরোধী কোনো পোস্ট কিংবা কারো কাছে টাকা দাবী করলে এই দায়ভার তিনি নিবেন না। এছাড়া অন্য কোনো আইডি থেকে যদি কোনো অশ্লিল ছবি কিংবা ভিডিও দেওয়া হয় তাহলে বিভ্রান্ত না হওয়ার জন্য তার ফেসবুক বন্ধুসহ সবার প্রতি অনুরোধও করেছেন তিনি।