সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তি প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার ( ৯ জুলাই) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর বাজারে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তির ছেলে শফিকুল ইসলাম সদরপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
জানা যায়, আঃ রহিম মিয়া (৫৪) কৃষ্ণপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে ব্রীজের ওপর পৌঁছালে শেখ সাদী (৩৫), বেলায়েত ফকির (৩৪) ও আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে তার পথরোধ করে হামলা চালায়। পরে স্থানীরা রহিম মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা লাঠিসোটা, লোহার রড ও শাবলসহ আক্রমণ করে আঃ রহিম মিয়াকে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে। এ সময় বেলায়েত ফকির লোহার রড দিয়ে তার ডান পায়ের আঘাত করে ।
রহিম মিয়ার ছেলে শফিকুল ইসলাম দাবি করেন, আমার বাবার উপর হামলা চালিয়ে তার পকেটে থাকা ২৭ হাজার লুট করে নেওয়ার করা হয়েছে। এছড়া পূর্বেও আসামিদের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ ছিল। এমনকি তার কিশোরী বোন ফারজানাকে অপহরণের ঘটনায় ভাংগা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছিল, যেখানে আসামীদের আত্মীয় জিকু মোল্যাকে গ্রেপ্তার করা হয়।
সদরপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তানভীর তুহিন