কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
“শিক্ষার আলো, উন্নয়নের ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ কাশিয়ানী উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, এবং বিশেষ অতিথি ছিলেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “শিক্ষা হল জাতির মেরুদণ্ড। প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। শিক্ষা সপ্তাহের আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব ও সৃজনশীলতা বৃদ্ধি করে।”
পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসহ অন্যান্য বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
মোঃ আসাদুজ্জামান মিয়া
ফরিদপুর জেলা প্রতিনিধি