আনিসুর রহমান,সাভার প্রতিনিধি:
ঢাকার সাভারে এক নারীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনতাই করে পালানোর সময় দুই যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকার সাহারা ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
আটককৃতরা কারা?
আটককৃতরা হলেন—
- সাব্বির হোসেন (২৫), গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার প্রাণঘাটি এলাকার নাছির উদ্দীন মোল্লার ছেলে।
- মুরাদ (২০), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার নাটোয়াবাড়ি এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
কী ঘটেছিল ঘটনার সময়?
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, তিন ছিনতাইকারী এক নারীর কাছ থেকে স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া করে দুইজনকে ধরে ফেলেন। ছিনতাইয়ের মূল হোতা স্বর্ণালঙ্কারসহ পালিয়ে যায়।
আটক হওয়া দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন জনতা।
পুলিশ কী বলছে?
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন,
“স্থানীয়দের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”