নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক মসজিদের ইমামের বিরুদ্ধে নিজের স্ত্রীকে যৌতুকের দাবিতে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। বিস্ময়ের ব্যাপার হলো—তালাকের কারণ জানতে চাইলে সেই ইমাম মুখে তালা দিয়ে থাকেন চুপ। ঘটনাটি এলাকায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
ভুক্তভোগী মোছাঃ হিরা মনি (২২) জানান, ২০২১ সালের ১৮ মে ধর্মীয় রীতিতে বিয়ে হয় স্থানীয় মসজিদের ইমাম মোঃ নজরুল ইসলামের সঙ্গে। তাদের ঘরে একটি কন্যা সন্তানেরও জন্ম হয়। শুরুতে সম্পর্ক ভালো চললেও কিছুদিন পর থেকেই শাশুড়ি ও ননদের উসকানিতে শুরু হয় যৌতুকের চাপ।
হিরা মনি অভিযোগ করেন, নজরুল ইসলাম তার কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। বাবার পক্ষে এ অর্থ দেওয়া সম্ভব নয় জানালে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। একপর্যায়ে তাঁকে শিশু সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
পরিবারের উদ্যোগে দুই পক্ষের মাঝে মিলমিশের চেষ্টা হলেও গত ৮ নভেম্বর নজরুল ইসলাম এক বৈঠকে স্পষ্ট বলেন—যৌতুক না পেলে তিনি সংসার করবেন না। এরপরই তিনি স্ত্রী হিরা মনিকে তালাক দেন।
তবে তালাকের পেছনে কোনো যৌক্তিক কারণ জানতে চাইলে ইমাম নজরুল ইসলাম কোনো উত্তর দেননি। তিনি ছিলেন নীরব ও বিমর্ষ।
এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একজন ধর্মীয় নেতা হয়ে এমন আচরণকে অমানবিক ও নিন্দনীয় বলছেন এলাকাবাসী।
বর্তমানে হিরা মনি তাঁর সন্তানসহ বাবার বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন।
সংবাদের দ্বিতীয় পর্বে থাকছে: ‘যৌতুক নির্যাতনের শিকার নারীদের জন্য আইনি করণীয় ও স্থানীয় প্রশাসনের ভূমিকা’।
মাসুম পারভেজ
সাদুল্লাপুর, গাইবান্ধা