সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মৌলভীবাজার পৌরসভা কর্তৃক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিশেষ ঈদ সহায়তা হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকালে পৌর জনমিলন কেন্দ্রে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চারটি বুথের মাধ্যমে জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ৪ হাজার ৬০০ জন সুবিধাভোগীর হাতে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো. বুলবুল আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার সচিব সৈয়দ নবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রতিটি ওয়ার্ড থেকে তালিকাভুক্ত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। এতে ঈদের আগে দরিদ্র জনগণের মুখে হাসি ফুটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এসব সহায়তা প্রদান করা হচ্ছে,যাতে করে ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত না হয়।