ভুরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভুরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মার্চ (১৯ রমজান) ২০২৫, ভুরুঙ্গামারী সরকারি ডিগ্রি কলেজ হলরুমে এই মহতী আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মোঃ আরিফুল ইসলাম, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন,
মোঃ আনোয়ার হোসেন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভুরুঙ্গামারী উপজেলা শাখা।তাইবুর রহমান মানিক, সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ভুরুঙ্গামারী উপজেলা শাখা।
ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, মেধাবী ছাত্রনেতা মোশাররফ হোসেন।এসএম মনিরুজ্জামান , সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভুরুঙ্গামারী উপজেলা শাখা।
বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন,রাসেল মাহমুদ, প্রকাশনা সম্পাদক, ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখা।মোঃ মিজানুর রহমান মিন্টু, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভুরুঙ্গামারী উপজেলা শাখা।
মোঃ শাহিনুর রহমান, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভুরুঙ্গামারী উপজেলা শাখা।খোরশেদ আলম, সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।মোঃ নয়ন হোসেন, সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ভুরুঙ্গামারী উপজেলা শাখা।
অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, ধৈর্য ও ত্যাগের শিক্ষা সম্পর্কে আলোচনা করেন। ইসলামী চেতনাকে ধারণ করে কিভাবে সমাজ ও জাতির কল্যাণে কাজ করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেন।
আলোচনা শেষে উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দসহ শতাধিক ছাত্র-যুবক একসাথে ইফতার করেন।
এই আয়োজন ভুরুঙ্গামারীতে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।