স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের নাজিরপুরে মোঃনজরুল সরদার (৫২) নামের এক আওয়ামীলীগ নেতা গ্রেফতার হয়েছে। তিনি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃনজরুল সরদার দক্ষিণ বানিয়ারী গ্রামের মৃত ইউনুস আলী সরদারের ছেলে।
জানাগেছে, গতকাল ১৬ মার্চ ২০২৫ ইং রবিবার বিকেলে স্হানীয় পশ্চিম বানিয়ারী ইট ভাটা এলাকা থেকে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা গেছে, নাজিরপুর উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান,উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য তার বিরুদ্ধে নাজিরপুর থানায় একাধিক মামলা রয়েছে।