চাইথোয়াইমং মারমা বিশেষ প্রতিবেদক :
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলাতে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ ভবন হল কক্ষে দিনব্যাপী স্বল্প মূল্য প্রাথমিক চক্ষু চিকিৎসা শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়। ১৫ মার্চ শনিবার সকাল দশটায় চট্টগ্রাম ট্রিটমেন্ট চক্ষু ও ফ্যাকো সেন্টার উদ্যোগে প্রাথমিক স্বল্প মূল্য চক্ষু চিকিৎসা ক্যাম্প শিবির এর উপস্থিত ছিলেন ৩ নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা ও স্বেচ্ছা সেবী ভলেন্টিয়ার ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিচ ও সাংবাদিক চাইথোয়াইমং মারমা ৪ নং ওয়ার্ড সদস্য থুইসিংমং মারমা সহ এলাকার স্থানীয় সমাজসেবক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রাথমিক চক্ষু চিকিৎসা শিবিব ক্যাম্পের কার্যক্রম এর সার্বিক সহযোগিতা নিয়োজিত ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিচ পক্ষে ভলেন্টিয়ার হিসাবে সহযোগিতা করা হয়েছে। প্রাথমিক চক্ষু চিকিৎসা রোগী সেবা করতে আসা এলাকার বিভিন্ন প্রান্তে হতে নর-নারী ছোট বড় বৃদ্ধ রোগীরা উপস্থিত দেখা গেছে। এই চক্ষু শিবির ক্যাম্প প্রায় ১০০ জন মত প্রাথমিক চিকিৎসা চক্ষু চিকিৎসা সেবা নিয়েছে বলে জানা যায়। ট্রিটমেন্ট চক্ষু ও ফ্যাকো সেন্টার চট্টগ্রামের হতে আগত চিকিৎসা তত্ত্বাবধায়ক চক্ষু ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মো: ওবায়দুর রহমান( অপু) এমবিবিএস সিএমইউ এমএম ডিসি রেজি:A-১৩৭৮৭৬ মেডিকেল অফিসার এবং চক্ষু শিবির অর্গানাইজার হিসাবে মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব প্রমূখ। চক্ষু শিবির অর্গানাইজার হাবিব বলেন, আমরা প্রতিবছর বিভিন্ন প্রান্তে দুর্গম এলাকা চক্ষু প্রাথমিক স্বল্পমূল্য রোগীটি কে রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছি। সাথে স্বল্প মূল্য চোখের ওষুধ কম মূল্য চশমা রোগীদেরকে প্রদান করে থাকি। আর যাদের চোখের ছানি পর্দা দৃষ্টি কম ঝাপসা দেখা গেলে রোগীদেরকে স্বল্প মূল্য ট্রিটমেন্ট আই এন্ড ফ্যাকো সেন্টার চট্টগ্রাম প্রধান হাসপাতাল অপারেশন করে থাকি।
প্রতিবছর বিভিন্ন দূগর্ম এলাকায় শিবির ক্যাম্প কার্যক্রম মাধ্যমে গরীব অসহায় রোগীদের চোখের ছানি রোগীদেরকে চিহ্নিত করে চট্টগ্রাম ট্রিটমেন্ট আই হাসপাতলে রেফার করি। ট্রিটমেন্ট আই এন্ড ফ্যাকো সেন্টার চট্রগ্রাম প্রতিষ্ঠাতা প্রফেসর জসিম উদ্দিন পরিচালিত করে থাকি। ট্রিটমেন্ট আই এন্ড ফ্যাকো সেন্টার প্রতিবছর বিভিন্ন প্রান্তে চোখের সচেতন মূলক সহ প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য চক্ষু রোগীদেরকে সচেতনতামূলক করে তথ্য প্রদান করে নিজের চোখ যত্ন নিন অন্যজনকেও প্রাথমিক চোখের ছানি রোগ হতে পরিত্রান সচেতন করতে হবে বলে সকলকে জানানো হয়েছে। প্রত্যেক মানুষের চোখের অঙ্গ অনেক মূল্যবান তাই প্রাথমিক চোখের রোগ দ্রুত চিকিৎসা নিন।