নাজমুল হোসেন, ঠাকুরগাঁ প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী বাজারে শনিবার (১৫ মার্চ) সকালে সর্বস্তরের সচেতন ছাত্র – জনতার আয়োজনে মাগুরার আট বছরের শিশু আছিয়ার ধর্ষক সহ দেশব্যাপী সকল ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক লিটন আলী, বাংলাদেশ ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলার তথ্য ও প্রচার সম্পাদক সাব্বির রহমান,হরিপুর উপজেলা ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন, জামায়েতে ইসলামী যুব বিভাগের আমগাঁও ইউনিয়ন সেক্রেটারি দুলাল হোসাইন ,জাতীয় নাগরিক কমিটি রাশেদুল ইসলাম রাসেল, , হরিপুর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি আল আমিন আব্দুল্লাহ সহ নানান পেশার মানুষ ও সর্বস্তরের সচেতন ছাত্রসমাজ।

এসময় বক্তব্যরা বলেন,ধর্ষণের দ্রুততম সময়ে বিচার না করলে ধর্ষণকারীরা পার পেয়ে যাবে। ধর্ষকদের বিচার যত দ্রুত করা হবে বাংলার মাটি থেকে তত দ্রুত নারীরা ধর্ষণ এর মত ন্যাক্কারজনক ঘটনা থেকে থেকে মুক্তি পাবে।