পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : – খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলীতে পূর্ব শত্রুতার জেরে ইফতার পার্টিকে কেন্দ্র করে যুবদল কর্মী আশরাফুল আলমসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে। এছাড়াও প্রায় তিন লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়। এই ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে লিখিত সংবাদ সম্মেলনে যুবদল কর্মী মোঃ আশরাফুল আলম (৩৮) বলেন, নিজ বাড়ির সন্নিকটে রাড়ুলী ইউপির শ্রীকন্ঠপুরে মঙ্গলবার সন্ধ্যায় ইফতার পার্টি নিয়ে আলোচনা সভা চলছিল। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই মোঃ আজমীর মোড়লের নেতৃত্বে মোঃ মজিদ মিস্ত্রী, মোঃ মিজানুর রহমান মোড়ল, মোঃ নজরুল মোড়ল ও মোঃ হারুন মোড়লসহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন মিলে অতর্কিত হামলা চালায়।
এ সময় মোঃ আশরাফুল আলমের চিৎকারে মোছাঃ মঞ্জুয়ারা, মোছাঃ আরিফা বেগম, রবিউল সরদার ও আবুল কালাম সরদার এগিয়ে আসলে তাদেরকে বেধরক মারধর ও হত্যার উদ্দেশ্যে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ও নারীদের পরিহিত স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে।
এই ঘটনায় নিরুপায় হয়ে আজমীর ও তার দলবলের হাত থেকে রক্ষা পেতে থানায় মামলা দায়ের করেন। যার নং ১৬/২৫। এছাড়াও সংবাদ সম্মেলনে মোঃ আশরাফুল আলম আজমীর বাহিনীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।